সানি আহমেদ পরশ, বিজয় বার্তা ২৪ ডট কম
যেখানে ভাষা শহীদের সম্মান দেয়া হয়েছে,
সেখানেই চলছে তাদের অসম্মান করা,
কি বলবো এটা মানুষের স্বাধীনতা,
নাকি বলবো এটা মানুষের বর্বরতা,
যদি স্বাধীনতা কেই প্রাধান্য দেই,
তাহলে বলবো এই স্বাধীনতার জন্যই,
প্রান দিয়েছিল লাখো ভাষা শহীদরা,
নাকি বলবো মানুষের বিবেক হ্রাস পাচ্ছে,
যেখানে ভাষা শহীদের স্তম্ভ, সেখানে আজ জুতার খনি,
২১ই ফেব্রুয়ারি এলেই খালি পায়ে,
২২ই ফেব্রুয়ারি আবার জুতা পায়ে,
হায়রে আমার মাতৃভূমি, হায়রে আমার বাংলার মানুষ,,,