বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখার উদ্যোগে ১০ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সন্ধ্যায় থানার মদনগঞ্জস্থ বামাকা’র বন্দর থানা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বামাকা বন্দর থানা শাখার সভাপতি আলহাজ্ব কাজিমউদ্দিন প্রধাণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বামাকা বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তথা বামাকা বন্দর থানা শাখার উপদেষ্টা আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর, হাজী কফিলউদ্দিন আহমেদ, সহ সভাপতি আনিছুজ্জামান আনিছ,কোষাধ্যক্ষ শফিউদ্দিন নাবু,যুগ্ম সম্পাদক রতন খান, সহ প্রচার সম্পাদক জিয়াবুর রহমান জিয়া, পাঠাগার বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রবি, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, ফিরোজ মিয়া, মোস্তফা মিয়া,ফিরুজ খান,বাসেদ মিয়া, আমির সোহেল, ইকবাল প্রমূখ।