বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর চর-ধলেরশ্বরী এলাকাবাসী এখন দিন কাটাচ্ছে ডাকাত আতংকে। এ কথা জানিয়েছে সেখানকার সাধারন জনগন। তারা আরো জানিয়েছে, ডাকাত আতংক থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচন্ড শীত উপেক্ষা করে রাত ভর জেগে ধল বেধে গ্রাম পাহাড়া দিচ্ছে উল্লেখিত এলাকার সাধারন মানুষ। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া জানান, গত ৬ জানুয়ারী গভীর রাতে ২০/২৫ জনের একটি ডাকাতদল চর ধলেরশ^রী এলাকায় প্রবেশ করে। পরে ডাকাতদল অস্ত্রে মুখে সবাইকে জিম্মি করে সানায়ারে ঘর, জুনায়েদ মিয়ার ঘর, সখিনা বেগমের ঘর ও শাহাআলম মিয়ার ঘর থেকে গরু বিক্রির টাকাসহ ১ লাখ ৪৭ হাজার টাকা ও ১ লাখ ৫৫ হাজার টাকার স্বার্ণালংকার ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ওই সময় ডাকাতদের ছুড়া গুলিতে শাহাবুদ্দিন ওরফে পিপন (৩০) সাহেলা (১০) ও নূর মোহাম্মদ (৬০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ডাকাতি ঘটনার পর থেকে চর-ধলেরশ^রী এলাকাবাসী ডাকাত আতংকে রয়েছে। সন্ধ্যার পর থেকে সাধারন মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ সৈয়দ মিজানুর রহমান জানান, ডাকাতি ঘটনার পর থেকে চর-ধলেরশ^রী এলাকায় রাতে বেলায় টহল জোরদার রাখা হয়েছে। পুলিশ সর্তক অবস্থায় আছে। গ্রামবাসীর সাথে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ রাতের বেলায় এক সাথে কাজ করছে।