বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাঈম(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানার বন্দর ইউনিয়ন’স’ চৌধুরীবাড়ী এলাকায় মাদক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী নাঈম ওই এলাকার আয়নাল হকের ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪৯(৪)১৮ইং। থানা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এএস আই ইলিয়াস খান পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় মাদক অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকার শহীদি মসজিদের সামনে থেকে এলাকাবাসীর সহযোগিতায় মাদক ব্যবসায়ী নাঈমকে ৫৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাঈমকে বৃহস্পতিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।