বিজয় বার্তা ২৪ ডট কম
ডিবির অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন লক্ষনখোলা বাসষ্ট্যান হতে এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি কভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল ইসলাম জানান, আমি, এসআই আবু সায়েম, এসআই মিজানুর রহমান, এএসআই প্রকাশ চন্দ্র সরকার এবং সঙ্গীয় ফোর্স সহ বন্দর থানাধীন লক্ষনখোলা মাদ্রাসা বাসষ্ট্যান্ড ইমনের চায়ের দোকানের সামনের রাস্তা হতে, কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার নুরু মিয়ার ছেলে আবুল হোসেন (২৬), একই জেলার সদর দক্ষিন থানার তুলাতুলি এলাকা আলী মিয়ার ছেলে খলিল (৩০) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর পাতাকাটা এলাকার মোবারক মিয়ার ছেলে অলি (৩৬) কে আটক করা হয়।
তিনি আরো জানান, তাদের সাথে থাকা কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-২২৯৭) এর ভিতরে বিভিন্নস্থানে ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪লক্ষ টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।