বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে সাইদুল ইসলাম সাব্বির নামে ৪ বছরেরর এক শিশু নিখোজ হয়েছে। গত বুধবার সকাল ৯টায় বাসা থেকে খেলতে বের হওয়ার পর সে নিখোজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পাওয়ায় তার পরিবারে চরম শংকা বিরাজ করছে। নিখোজ সাব্বির বন্দর থানাধীন একরামপুরস্থ আলাউদ্দিন মাইক সংলগ্ন এলাকার বাপ্পী মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে শিশুটিকে স্থানীয় একটি চক্র অপহরণ করেছে। এ ব্যাপারে নিখোজ সাব্বিরের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।