বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দরে ৪তলা পুরনো ভবনের বারান্দা ধ্বসে পড়ে কয়েকটি বাড়িঘরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বৃহম্পতিবার ১৪ নভেম্বর দুপুরে আকস্মিক ওই ভবনে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ২২নং ওয়ার্ড কাউন্সিলর দ্রুত ঘটনাস্থল পরিদর্শণ করেন। এতে প্রায় কয়েকটি বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বন্দর আমিন আবাসিক এলাকাস্থ বন্দর ফাঁড়ী পুলিশ সংলঘœ অহিদ মিয়ার ৪তলা
জ¦রাজীর্ণ ভবনের বারান্দা ধ্বসে পড়ে পাশর্^বর্তী কয়েকটি টিনসেট ঘর দুমরে মুচরে যায়। এতে বিকট শব্দ হয়। পুরো এলাকা আতংকের সৃষ্টি হয়। তবে ঘরে লোকজন না থাকায় তারা প্রনে বেচে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩টি ঘর। এরমধ্যে তবলা বাদক তিলক মিয়ার টিনসেট ঘর,নুরু মিয়ার ঘর ও সৈয়দআলী মিয়ার ঘর।
এ ঘটনায় কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সদস্যদের খোজ খবর নেন ও তাদের পর্যাপ্ত ক্ষতি পূরনের জন্য ৪তলা ভবনের মালিক অহিদ মিয়াকে পাশে দাড়ানোর আহ্বান জানান।