বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৩৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ নুরে আলম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক মোঃ হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির সামনে থেকে মাদক বিক্রির সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত নুরে আলম দড়ি সোনাকান্দা এলাকার মোঃ আবুল মিয়ার ছেলে। এ ব্যাপারে শনিবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। যার নং ২৯(৮)১৬। ধৃতকে রবিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

