বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওমর সাদ্দাম হোসেন (২৮) ও আব্দুল জলিল (৪০) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে থানার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সাদ্দাম একরামপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে ও আবদুল জলিল একই এলাকার মজিদ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই মাদক অভিযান চালায়। সাব-ইন্সপেক্টর অজয় কুমার পাল জানান,উল্লেখিতরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা বানিজ্য করে আসছিলো। প্রতিদিনের ন্যায় রবিবার ভোর ৪টায় নবীগঞ্জ পৌরসভার সামনে অবস্থান করে বিক্রির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ সাদ্দাম ও জলিলের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।