বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভ্র্যামান আদালত অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গত ২৯ জানুয়ারী বুধবার দুপুরে বন্দর উপজেলার তিনগাও এলাকায় এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা গেছে, বন্দর উপজেলার সহকারি (ভূমি) কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খানের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ বন্দর ইউনিয়ননের তিনগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নর জন্য অভিযান চালায়। ওই সময় ভ্রাম্যমান আদালত উপজেলার তিনগাও, মিনারবাড়ী, পদুঘর, ওলাক, লাঙ্গলবন্ধ ও কাইকারটেকের প্রায় ১৫ হাজার অভেধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাসের প্রকৌশলী ও ডেপুটি ম্যানাজার মেজাবাবুর রহমান, এ্যাসিস্টেন ম্যানাজার মোঃ সোয়েব ও তিতসের এ্যাসিস্টেন ইঞ্জিনিয়ার মোঃ তানভীরসহ বন্দর থানা পুলিশের সঙ্গীয় র্ফোস। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খান গনমাধ্যম কর্মীদের জানান, অভিযানের সময় উল্লেখিত এলাকার প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে অধৈধ গ্যাস সংযোগের পাইপ উপরে ফেলা হয়।