বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১’শ ৬পিছ ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানার ১নং মাধবপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত বিপ্লব সাবদী এলাকার মৃত আবদুল লতিফের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানায়,সে দীর্ঘ দিন ধরে সাবদী,মাধবপাশা ও কলাগাছিয়াসহ বিভিন্ন এলাকায় ফেরি করে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ১নং মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী চালিয়ে ১শ’৬পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।