বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে এক সড়ক দূর্ঘটনায় গার্মেন্টস কর্মী কুলসুম (২০) নিহত হয়েছে। সে সাথে তার মা তারফুল বেগম (৩৮) মারাত্মক ভাবে আহত হয়। গত বুধবার সকাল ৬টায় বন্দর থানার এশিয়ান হাইওয়ে মহাসড়কের মদনপুর লেনে এ র্দূঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর সহতায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকসহ হেলপার মনিরুল ইসলাম (১৯) আটক করতে সক্ষম হলেও ঘাতক ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের মামা ফটিক মিয়া বাদী হয়ে গত বুধবার রাতে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৫২(৮)১৯ ধারা- ২৭৯/৩৩৮/৩০৪ (খ) পেনাল কোড। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগষ্ট (বুধবার) সকাল ৬টায় বাদীর বোন তারফুল বেগম ও তার মেয়ে কুলসুম মদনপুরস্থ ভাড়াটিয়া বাড়ি থেকে পায়ে হেটে ইস্পানী কোম্পানীতে রওনা হয়। ওই সময় তারা সুরুজ মিয়া গ্রুপ টেক্সটাইলস্থ এশিয়ান হাইওয়ে মহাসড়কের মদনপুর লেনে আসলে একই দিক থেকে আসা কুষ্টিয়া ট ১১-১৫২৬ তাদেরকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষনা করে। ওই সময় উত্তেজিত জনতা ট্রাকসহ কুষ্টিয়া জেলার সদর থানার খাজানগর এলাকার সাহাজুল ইসলামের ছেলে হেলপার মনিরুল ইসলামকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে গেছে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এবং আটককৃত চালককে বন্দর থানায় হস্তান্তর করে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত হেলপারকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।