বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে স্প্রিটের গ্যাসে বিশাল(৩০)নামে এক মদ বিক্রেতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতে থানার একরামপুর সুইপার কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়,বিশাল সুদূর রংপুর জেলার বাসিন্দা। সে দীর্ঘ দিন ধরে বন্দরে একরামপুর সুইপার কলোনী এলাকার মদ বিক্রেতা রিপন লালের অধীনে মদ বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে স্প্রিট এর গ্যাসে তার মৃত্যু ঘটে। এদিকে মদতি রিপনের চাপে পড়ে পুলিশকে জানিয়ে স্বজনরা নিহত বিশালের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।