বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্ত্রী’র সাথে অভিমান করে নাসির(৩৫) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছে। বুধবার (১৬ডিসেম্বর) দুপুরে বন্দর থানাধীন মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাসির ঐ এলাকার মৃত ইয়াজুল হকের ছেলে। সুত্রমতে, বেশকিছুদিন যাবৎ নিহত নাসিরের ও তার স্ত্রী’র সাথে ঝগড়াঝাটি চলছিলো। এনিয়ে স্ত্রী কিছুদিন পূর্বে বাপের বাড়ি কুমিল্লার লাকসামেও চলে যায়। এরই জেরে বুধবার দুপুরে তার নিজ বসতঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরের আড়া’র সাথে ওড়না পেচিয়ে ফাঁসি দেয়। পরে তার পরিবারের লোকজনেরা ঘরে ফিরলে অনেকক্ষন দরজা বন্ধ দেখে ডাক-চিৎকার শুরু করে। একপর্যায় তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে নাসিরের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এবং লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা অবধি বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।