বিজয় বার্তা ২৪ ডট কম
অভিমান করে নিজের হাত কেটে রক্ত দিয়ে স্ত্রীর নামের প্রথম অক্ষর লিখে ফাহিম নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ইউপির দিঘলদী এলাকায় হালিমার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফাহিম চাঁদপুর জেলার মতলব থানার ছেংগারচর এলাকার ইব্রাহিম মন্ডলের ছেলে। স্ত্রী সুবর্নাকে নিয়ে কলাগাছিয়া ইউপির দিঘলদী এলাকায় হালিমার ভাড়া বাড়িতে বসবাস করতেন। ফাহিম বাড়ির পাশের একটি অটো ফিটিং কারখানায় কাজ করতেন।
বন্দর ফাড়িঁর ইনচার্জ আজগর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তার হাত কেটে বসত ঘরের ফ্লোরে রক্ত দিয়ে স্বামী স্ত্রীর প্রথম অক্ষর লিখেন। আবার তার প্রথম অক্ষর কেটে দেয়। তবে ঘটনার সময় তার স্ত্রী সুবর্না বাসায় ছিলেন না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।