বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর পলায়নের খবর শুনে সোহেল(২০) নামে নব বিবাহিত যুবক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। শনিবার বিকেলে থানার বন্দর শাহী মসজিদস্থ কোর্টপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আতœহননকারী যুবক ওই এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ সাব-ইন্সপেক্টর অজয় কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পারিবারিক সূত্র জানায়,গার্মেন্টসকর্মী সোহেলের সঙ্গে সুদূর চাঁদপুর জেলার চেঙ্গারচর ষাটনল গ্রামের করিম মিয়ার মেয়ে সোনিয়ার সঙ্গে বিগত ৪ মাস পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের মাস না গড়াতেই নববধূ সোনিয়া অজ্ঞাত যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি আঁচ করতে পেরে সোহেল তার স্ত্রীকে বাধা দিয়ে। কিন্তু তাতেও অবাধ্য স্ত্রী সোহেলের কথা উপেক্ষা করে শুক্রবার ফের পরকীয়া যুবকের সঙ্গে যোগাযোগ করে। এ নিয়ে শনিবার দুপুরে স্বামী-স্ত্রী’র মধ্যে ফের বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে স্ত্রী সোনিয়া শনিবার বিকেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় বিষয়টি জানতে পেরে অভিমানী সোহেল তার বসত দোতলার টিনের ঘরের আঁড়ার সঙ্গে রাবারের ড়ি বেধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। বিকেল ৫টায় সোহেলের বড় ভাইয়ের স্ত্রী জানালার ফাঁক দিয়ে ঝুলতে দেখে বাড়ির আশ পাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।