বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক অটোরিকশা চালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে এ রায় দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান। দণ্ডিত হাবিব বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার আব্দুল মান্নাফ শেখের ছেলে। সে পেশায় অটোরিকশার চালক।
বন্দর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার সময় ছাত্রীকে সড়কে উত্ত্যক্ত করতো অটো চালক হাবিব। এর ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টায় স্কুলের যাওয়ার পথে ছাত্রীকে ফের উত্ত্যক্ত করেন সে। এ সময় স্থানীয়রা হাবিবকে গণপিটুনি দিয়ে বন্দর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে আসেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে হাবিবকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশও দেন।