বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামীক নাত শিখানোর নাম করে এক স্কুলছাত্র(১৫)কে বলাৎকার করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী লম্পট ইমামের বিরুদ্ধে আশু কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এবং সেই সাথে গিয়াসউদ্দিন,গোলে মাওলা, নুর হোসেন সরদার, বাতেন,আউয়াল গংদের গ্রেফতার করার দাবি জানায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ বন্দরের লেজারার্স এলাকার সাইদুর রহমানের ছেলে স্কুলছাত্র অপূর্বকে(১৫)গত ১লা মার্চ বুধবার তার নানার বাড়ি বালুচর তমুদরদী গ্রামে বেড়াতে যায়। বুধবার রাত ১০টায় তমুদরদী জামে মসজিদের ইমাম আবদুল মালেক তাকে নাতে রাসুল পড়ানোর নাম করে তার শয়নকক্ষে নিয়ে যায়। পড়ানোর এক পর্যায়ে লম্পট মালেক কিশোরকে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে লম্পট ইমামকে আটক করে। এ সময় মসজিদ কমিটির সেক্রেটারী গিয়াসউদ্দিন,গোলে মাওলা, নুর হোসেন সরদার, বাতেন,আউয়াল গং বিচারের নাম করে ইমামকে সসম্মানে ছেড়ে দেয়। লম্পট ইমামকে ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বন্দর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমানের সঙ্গে আলাপকালে তিনি জানান,ঘটনাটি আমি শুনেছি। আমার সাথে তারা দেখা করেছে কিন্তু তাদেরকে আইনী সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছি। তবে কোন লিখিত অভিযোগ আমি পাইনি। অপরদিকে ঘটনার শিকার হওয়া কিশোরের মামা সামসুদ্দিন জানান,বিষয়টি মিজান মেম্বারকে অবহিত করা হয়েছে তিনি সামাজিকভাবে বিচারের আশ^াস দেন। এ ঘটনার বিষয়টি মিজান মেম্বারকে অপূর্বসহ এলাকার বেশ কয়েকজন লিখিত অভিযোগ দেয়।