বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা ও দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার দিঘীরপাড় রফিকুল ইসলামের বাড়ির পাচ তলার নীচতলায় এঘটনা ঘটে।
স্বজনরা ও পুলিশ জানায়, আজ সকালে বাড়িটির নীচতলায় সেপটিক ট্যাংকটি বিস্ফোরণ হয়।
এসময় পাশের একটি চারতলা ভবন ও টিনসেড বাড়ির কিছু অংশ ধসে পড়ে। বিস্ফোরণের পর পাঁচতলা ভবনটির নীচতলার ভাড়াটে খোরশেদ মিয়ার ঘুমন্ত দুই শিশু মাকরুন (১৩) ও জিসান (৮) খাট থেকে ছিটকে বিস্ফোরিত ট্যাংকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন পাশের ফ্লাটের ভাড়াটে পরিবারের তিনজন। তাদের ঘরের সব আসবাবপত্র ভেঙ্গেচুড়ে যায়। এ ঘটনায় ভবনটির বিপরীত দিকের টিনসেট বাড়ির কিছু অংশ ধসে পড়লে লাবনী বেগম নামে সাত মাসের এক অন্ত:সত্ত্বা নারীও নিহত হন। আহত হন তার দুই ভাই বোন। বিস্ফোরণের বিকট শব্দ ও কম্পনে আতংক সৃষ্টি হলে আশপাশের বিভিন্ন বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। তবে দূর্ঘটনার পর বাড়ির মালিক কাউকে সহযোগিতা না করে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ভাড়াটেদের পরিবার। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে দুইজনকে ঢাকা মেডিকেলে ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।