বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে সাবেক ইউপি সদস্যের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার (১৮ডিসেম্বর) সকালে বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু মো. আরাফাত (১০) বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলাম মনার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ১৫ ডিসেম্বর বাসা থেকে বের হয়ে আরাফাত আর ফিরে আসেনি। তাকে কোথাও খুজে না পেয়ে পরে শিশুটি নিখোজ থাকায় থানায় জিডি করা হয়েছিল। আজ সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ঘটনস্থলে আসা ধামগড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল হক জানান, খবর পেয়ে পুকুর থেকে শিশু আরাফাতের লাশ উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে পরে পুকুরে ফেলা দেওয়া হয়েছে। নিহতের স্বজনদের সন্দেহের প্রেক্ষিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।