বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশওে ১৯নং ওয়ার্ডে অবস্থিত শান্তিনগড় এলাকায় সরকারি খাসের জমি অবৈধ ভাবে দখল করে বিশাল বাউন্ডারী দেয়াল দিয়ে ভবন স্থাপনের অভিযোগ উঠেছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড এর বিরুদ্ধে। সরকারী খাসজমি হলেও পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড এর মালিকপক্ষ ক্রয় সূত্রে মালিক দাবি করছে। সরকারী সম্পতি বিক্রির এখতিয়ার নেই বলেও নিশ্চিত করেছেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম। গত রবিবার সকালে শান্তিনগড় এলাকায় সরজমিনি গিয়ে দেখা যায়, দেয়াল টেনে বিশাল বাউন্ডারি করে বিতরে পাকা স্থাপন তৈরি করেছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড। কৃষি জমি নষ্ট করে বালু দিয়ে বরাট করে ভবন স্থাপন করছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড। এব্যাপারে এলাকা বাসী সাংবাদিকদের বলেন, আশরাফ উদ্দিন গং এবং ইউনিয়ন এপেলাস প্রায় ১২৫ শতংশ জমি নিয়ে দীর্র্গ দিন দরে মামলা চলতেছে কিন্তু এখন শুনি পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড ইউনিয়ন এপেলাসের কাছ থেকে জমি ক্রয় করেছে। মামলা কৃত জমি ক্রয় করে সাথে প্রায় ৮শ’ শতংশ সরকারী খাসজমি দখল করে নিয়েছে পূর্র্বা ডেইরী এন্ড এগ্রো র্ফাম লিমিটেড। এব্যপারে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানমের সাথে আলাপ করলে সাংবাদিকদেও বলেন, সরকারী জমি কেনা বেচা এবং অবৈধ ভাবে দখল করার এখতিয়ার কারো নেই। আমি সরজমিনে গিয়ে সরকারী জমি দখল করে থাকলে আমি উচ্ছেদ অভিযান চালাবো।