বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বন্ধুদের সঙ্গে গোছল করতে গিয়ে সাজ্জাদ(১৮) নামে এক কলেজ ছাত্র শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার সকালে থানার রূপালী আবাসিক এলাকার নদীর তীরে এ ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ বন্দর উইলসন রোড জামাইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ২ ভাই ১ বোনের মধ্যে সাজ্জাদ সবার বড়। সাজ্জাদের আকস্মিক মৃত্যুতে গোটা জামাইপাড়া ও আশ পাশের এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের পারিবারিক সূত্র জানায়,কলেজ ছাত্র সাজ্জাদ শনিবার সকাল ১০টায় রূপালী আবাসিক এলাকায় গিয়ে খেলার ছলে দু’বন্ধু অর্নব ও রিফাতের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোছল করতে নামে। সাঁতার না জানায় বন্ধুদের অগোচরে সজ্জাদ পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা তদাকে খুঁজে না পেয়ে বিষয়টি তার বাড়িতে গিয়ে জানায়। পরে প্রায় ২ঘন্টা প্রচেষ্টার পর নদী থেকে সাজ্জাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
