বিজয় বার্তা ২৪ ডট কম
বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করে থাকি। এর ফলে পরিবেশের পরিবর্তন ঘটে। এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষন বলেই আমরা ধরে নেই। এমনি এক নগরী নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন শাহীমসজিদ এলাকা। এই এলাকায় সুন্দর-সুপরিসর স্থানে তিনটি শিক্ষামূলক প্রতিষ্ঠান বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়,সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় অবস্থিত। আর সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী শাহী মসজিদ ও সুন্দর্য্যবর্ধন শাহীমসজিদের পুকুরের নাম শুনা গেলেও বর্তমানের চিত্র ভিন্ন। অথচ বন্দর শাহীমসজিদ এলাকায় বসবাস করে একাধিক প্রভাবশালী ব্যাক্তিত্ব ও জনপ্রতিনিধি। যেন কারো কোন মাথাব্যাথা নেই। এই তিনটি প্রতিষ্ঠান গুলোতে প্রতিদিনই প্রায় শতশত শিক্ষার্থী যাতায়াত করে। প্রতিদিন মুসল্লিরা শাহীমসজিদে নামায পড়তে যাওয়ার সময় নর্দমার গন্ধে নাক চেপে যেতে হয়। শিক্ষার্থীরা তাদের বিদ্যাপিঠে যাওয়ার সময় ময়লার গন্ধে পেট ফুলে অসুস্থ্য হয়ে যায়। এলাকার যত বর্জ্য আছে সবই এই পুকুরের পাশে মসজিদ গলির রাস্তা ঘেষে ময়লা স্তুপ করে রাখে। ফলে দূষিত হয়ে পড়ছে গোটা এলাকা। মুসল্লি,শিশুশিক্ষার্থী,যুবক-যুবতি,বৃদ্ধ-বনিতা সকলেই এখন মসজিদ গলির রাস্তা দিয়ে হেটে গেলে তাদের নাক ধরে যেতে হয়। কারন সিটি কর্পোরেশন আজ অবদি কোন বাগাড় তৈরী করেনি ময়লা ফেলার জন্য। ফলে ক্রমেই পুরো এলাকা দূষিত হয়ে যাচ্ছে। যার কারনে এলাকায় এখন শিশু কিংবা বয়োজ্যষ্ঠরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন্দর শাহীমসজিদ এলাকাটি ২১নং ওয়ার্ডে অবস্থিত। ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সাথে আলাপ করা হলে তিনি জানান,ময়লা ফেলার জন্য কোন যথার্থ স্থান নেই। তাই এখানেই ফেলা হচ্ছে তবে খুব দ্রুতই নর্দমা ফেলার জন্য কর্পোরেশন নির্দিষ্ট স্থান নির্ধারন করবে। নাম প্রকাশ না করার শর্তে এক লোক বলেন,শাহী মসজিদে অনেক প্রভাবশালী লোকের পাশাপাশি এমপি-মেয়রের ঘনিষ্টজনও বসবাস করে। আসলে এরা চায় পুকরটাকে ভরাট করে নিজেরা ভোগ করতে। এজন্য তাদের কোন আগ্রহ নেই। আবার এই এলাকায় দেখবেন রাজনীতির ছড়াছড়ি কিন্তু কাজের বেলায় কিছুই নাই। সমাজের কাজে যাদের মমত্ববোধ নেই তাদের একবাক্যে আমরা অমানুষই বলব। এদের দ্বাড়া সমাজের মঙ্গল কখনোই হবেনা। এখন শাহীমসজিদ এলাকাবাসীর দাবী ভবিষ্যত প্রজন্মদের বাঁচাতে অনতিবিলম্বে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভির আশু হস্তক্ষেপ কামনা করছে।