বিজয় বার্তা ২৪ ডট কম
লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়নগঞ্জ এবং লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির উদ্যোগে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভুইয়া আয়োজিত বিনামুল্্েয সুন্নতে খাৎনা কর্মসুচী শনিবার সকাল ১০টায় কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ধেকে কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন লায়নস ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ এর ডিস্ট্রিক গভণর্র লায়ন এসকে বাশার (ঢ়সলভ)। কাউন্সিলর সুলতান আহাম্মদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠােন বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক গভণর্র লায়ন মোঃ শওকত আলী,সাবেক সেক্রেটারী লায়ন প্রকৌশলী এম এ ওহাব ঢাকা নারায়ণগঞ্জ সিটির সাবেক সেক্রেটারী লায়ন এড.নবী হোসেন,লায়ন এড.রেজাউল করিম খান লায়ন,মোঃ শামীম লায়ন জি হোসেন,লায়ন রশীদ সম্রাট সাবেক সিটি সেক্রেটারী বাবু সারোয়ার,আনোয়ার হোসেন,জলিল ভুইয়া,লায়ন আবদুল হালিম,এড. মাজহারল আলম খান পাভেল,পনির ভুইয়া,মাহাবুব হোসেনসহ অন্যান্য ডিস্ট্রিক উপজেলা নেতৃবৃন্দ। এতে প্রায় শতাধিক দরিদ্র শিশুর সুন্নতে খাৎনা করা হয়।