বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পন্যবাহী লরী ও প্রাইভেটকারের মুখমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেওঢালা নামক এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার এসআই আশরাফ জানান, ঢাকামুখী দ্রুতগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ১৯-৭৭১৬) একটি পণ্যবাহী লরীর (যশোর ব-৪১-০০৪২) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে লরীর ভেতরের দিকে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী আফসার উদ্দিন (৪৫) ও লিজা ওরফে পারভিন (৪০) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহতদের বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া থানার তমরউদ্দিন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও আরো ৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকামুখী বিভিন্ন গাড়িতে তুলে দিয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরীটি উদ্ধার করা হয়েছে। নিহতদের সুরতাহাল রেকর্ড করে সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা রুজু করেছে পুলিশ।