বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জহির(২৫)নামে এক রেকার হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে থানার মদনপুরস্থ দি আল বারাকাহ হাসপাতাল সংলগ্নবর্তী বাগানবড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত জহির সোনারগাঁ থানধীন বারদী ইউনিয়নের আলমদী গ্রামের মুজাফ্ফর মিয়ার ছেলে। নিহতের খালাত ভাই রুবেল জানান,রোববার রাত ৯টায় মোবাইল করার পরও রিসিভ হয়না। সকালে লোক মুখে জানা যায়,তার লাশ মদনপুরস্থ দি আল বারাকাহ হাসপাতাল সংলগ্নবর্তী বাগানবড়িতে পড়ে আছে।