বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে তুচ্ছ ঘটনার বিরোধে মা-ছেলেসহ একই পরিবারের ৩জনকে নৃশংসভাবে কুপিয়েছে সন্ত্রাসী ৩ সহোদর ও তাদের সহযোগীরা। শুক্রবার বিকেলে থানার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে মধ্যে একজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও মা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ দীন ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে। আহতের পারিবারিক সূত্র জানায়,বন্দর বাড়ইপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সামসুদ্দিন ওরফে বুক্কুর ভাতিজী(২০)সম্প্রতি অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়ে এলাকাবাসীর হাতে গণপিটুনীর শিকার হয়। এ ঘটনার তথ্যদাতা সন্দেহে বুক্কু পার্শ্ববতী বাড়ির সিদ্দিকুর রহমানের পরিবারকে দোষারোপ করে। এ নিয়ে শুক্রবার বিকেল ৩টায় উভয় পরিবারের মাঝে বাক্য যুদ্ধ হয়। এক পর্যায়ে বুক্কু তার ভাই সেপু,দীন ইসলামসহ আরো কয়েকজন মিলে আল আমিনকে অকথ্য ভাষায় গালমন্দ করে। আল আমিন(২৬) প্রতিবাদ করলে উল্লেখিতরা তাকে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাকে উদ্ধারে মা আকলিমা বেগম(৩৮) ও তার ভাতিজা শহীদুল ইসলাম(২৭) এগিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে তাদেরকে নৃশংসভাবে কোপায়। এত ঘটনাস্থলেই আল আমিন তার মা আকলিমা ও চচাতো ভাই শহীদুল রক্তাক্ত জখম হয়। পরে আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা শহীদুল ছাড়া মা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ব্যাপারে আকলিমার ভাই মতিউর রহমান মন্টু বাদী হয়ে শুক্রবার সন্ধায় বন্দর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধ্রুত ঘটনাস্থল হতে দীন ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতারে সক্ষম হয়।
