বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দরে বক্তারকান্দী মারকাজুল উলুম মাদ্রাসার ১১ বৎসর বয়সী একছাত্রকে বলাৎকারের অভিযোগে জাহাঙ্গীর (৪২)নামের এক লম্পটকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার দুপুরে শিশুটির বাবার করা একটি মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাজ্ঞীর কিশোরগঞ্জ জেলার স্বল্প মারিয়া এলাকার মৃত আঃরাজ্জাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় মোস্তফা মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
মামলা সুত্রে জানা গেছে, ২দিন যাবৎ শিশুটি মাদ্রাসায় যাচ্ছিলো না। তার কারণপরিবার জানতে চাইলে শিশুটি জানায়, গত ১০ ফেব্রুয়ারী তিনি সকালে ঐ মাদ্রাসা থেকে ময়লা ফেলার উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীর পাড়ে গেলে লম্পট জাহাঙ্গীর তাকে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেছনে একটি নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। এছাড়াও এর আগেও করোনাকালে আরো একবার তাকে এধরনের নির্যাতন করে। এমতাবস্থায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে তার বাবা জাহাঙ্গীরকে আসামি করে বন্দর থানায় একটি মামলা রুজু করে। যার নং ১৬(২)২১ইং।
বন্দর থানার ওসি দীপক সাহা জানান, শিশু বলাৎকারের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।