বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লা ও বন্দর থানার র্শীষ মাদক ব্যবসায়ী রাজু (২৮)কে গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই আজিজুল হক হওলাদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৭৯(১০)১৭। ধৃত মাদক স¤্রাট রাজু ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকার রিয়াজ প্রধান মিয়ার ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় বন্দর রুপালী আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও পালিয়ে গেছে পশ্চিম দেওভোগ এলাকার শ্রী সমির (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ী। ডিবি পুলিশ আরো জানিয়েছে, ধৃত মাদক স¤্রাট রাজু বিরুদ্ধে ফতুল্লা থানার ৪৯(৫)১৭, ৫(১২)১৬, ৪০(১১)১৬, ৭১(১১)১৫, ৬২(৩)১৪, ২৪(১০)০৮, ২(১২)১৫, ৮২(২)১২, ৯৫(২)১২ মাদক মামলাসহ বন্দর থানায় ১৬(১২)০৬ ও ৭৯(১০)১৭ মাদক মামলা রয়েছে। ধৃতকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।