বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ঐতিহ্যবাহী ১নং ঢাকেশ্বরী দেব মন্দিরের পুরোহিত বাবুল চক্রবর্তী (৬০) কে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত জঙ্গি সংগঠন।
১৮ নভেম্বর শুক্রবার রাত ১০ টা ৮ মিনিটে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে অজ্ঞাতনামা এক পুরুষ কণ্ঠস্বর খুব জোরালোভাবে পুরোহিতের মোবাইল ফোনে কল করে, ম্যাসেজ পড়ার জন্য অবহিত করে পুরোহিতকে। প্রতি উত্তরে পুরোহিত ম্যাসেজ বুঝে না বললে, কাছের কাউকে দিয়ে পড়িয়ে নিতে বলে। পরে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর ঠিক ৪ মিনিটের মধ্যেই বাবুল চক্রবর্তীর মোবাইল ফোনে ম্যাসেজ আসে।
পুরোহিত বাবুল চক্রবর্তী বলেন, আমাকে ফোন করে বলে যা বলার ম্যাসেজে বলব ফোনে নয়। ম্যাাসেজে লেখা ছিল ‘ঢাকেশ্বরী পুরোহিত শুনেন, আমরা জঙ্গী সংগঠনের লোক। যাকে টার্গেট করি আমাদের দাবী না মানলে তাকে চিতায় পাঠাই। অল্পতে বুঝে নিবে। আমরা তোর এলাকায় আছি। যে কোনদিন বিপদ হবে। মাত্র ৬০ হাজার টাকা পাঠা। পুলিশকে জানালে বিপদ হবে। কয়দিন পাহাড়া দিবে। গোপনীয় ভাবে বলছি সরাসরি না বিকাশে দিবে, কল না ম্যাসেজ করে জানা এখনি।’
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পুরোহিতের ছেলে সুমন চক্রবর্তী (২৭) শনিবার দুপুরে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ৮৫৮।
মন্দির কর্তৃপক্ষ জানায়, রমনী মোহন চক্রবর্তীর পুত্র বাবুল চক্রবর্তী দীর্ঘ ২৪ বছর যাবৎ এ মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।