বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভ্রাম্যমান আদালত মদিনা অটো রাইস মিলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার দুপুরে বন্দর উপজেলার মদনগঞ্জ পিএম রোড এলাকার উক্ত মিলে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের কাজে সহয়তা করেন মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ ইন্সপ্যাক্টর মোঃ তরিকুল ইসলাম, বন্দর থানার উপ-পরিদর্শক পংকজসহ সঙ্গীয় র্ফোস। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সাংবাদিকদের জানান, সরকার পন্যে যেমন, ধান, চাউল, আটা, ময়দা, চিনিতে পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্যতা মূলক করেছে। অথচ মিল মালিক আইন অমান্য করে পাট জাত বস্তা ব্যবহার না করে প্লাষ্টিক ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মদিনা অটো রাইস মিল থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।