বিজয় বার্তা ২৪ ডট কম
ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বন্দরে ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল রোববার বিকেল ৪টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, বন্দর উপজেলার ভূমি কমিশনার শাহিনা শবনম এর নেতৃত্বে রোববার বিকেলে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় অপরিস্কার ও নি¤œমানের খাবার বিক্রি অপরাধে অর্গানি সুইট মিটকে ৫ হাজার টাকা, চাঁদনী মার্কেটের এক রেস্তোরাকে ৫ হাজার টাকা ও বন্দর খেয়াঘাট এলাকার একটি খাবার হোটেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানের সময় উপস্থিত ছিলেন বন্দর থানার এএসআই জামালসহ তার সঙ্গীয় ফোর্স।