বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত ৫০ লাখ টাকা না পেয়ে বাশের বেড়া দিয়ে অন্যের খরিদা সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ভন্ডুল করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান স্ব-শরীরে গিয়ে ওই ভূমিকা পালণ করেন। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ সময় তিনি উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। মদনগঞ্জস্থ লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মৃত তাহের আরী সরদারের ছেলে কবির হোসেন থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন,তারা মদনগঞ্জ মৌজাস্থিত ৫৭৩ সিএস,৯৩০ আর এস,১২৮৬ দাগের ১৭ খতিয়ান মূলে ৪ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে ,মালিক হয়ে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছে। ওই সম্পত্তি বেদখলে নেয়ার পাঁয়তারায় সম্প্রতি একই এলাকার মৃত আমিনউল্লাহর মিয়ার ছেলে মহিউদ্দিন মিয়ার পুত্র হিমেল ও হুমায়ূন এবং মদনগঞ্জ নয়াপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে রপনসহ অন্যান্যরা নানাভাবে ভয়ভীতি প্রদর্শণসহ ৫০লাখ টাকা দাবি করে। এর ধারাবাহিকতায় গত রোববার বিকেল ৪টায় উল্লেখিতরা বাশের বেড়া দিয়ে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় ভূমি মালিক কবির হোসে বাধা দিলে তাকে বেদম মারপিট করে। মারপিটের শিকার হয়েও কবির হোসেন বিষয়টি স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গদের অবগত করার পরও কোন সুবিচার না পেয়ে অবশেষে সোমবার দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।