বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বহুতল ভবনের সেপটি ট্যাংকি বিস্ফোরণে ঘটনায় নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেছে বন্দর উপজেলা প্রশাসন। গত ৯ মে (শনিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ক্ষতিগ্রস্থ পরিবারকে এ সহয়তা প্রদান করেন। জানা গেছে, সেপটি ট্যাংকি বিস্ফোরনে নিহত মাশনুন ও জিসানের পরিবারকে ২৫ হাজার টাকা ও নিহত অন্তঃসত্বা গৃহবধূ লাবনী পরিবারকে ১৫ টাকা এবং আহত নাবিলা (৮) তামান্না (১২) শহীদ (৪৫), লেকমত শেখ (৫৫) রুবেল (২৮) এর পরিবারের প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করে উপজেলা প্রশাসন। উল্লেখ্য, গত ৮ মে (শুক্রবার) সকাল ৬টায় বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়ীস্থ রাবেয়া মঞ্জিলের ৫ম তলা ভবনের নিজ তলার একটি ফ্লাটে সেফটি ট্যাংবি বিষ্ফোরন ঘটে। এ ঘটনায় ওই বািিড়র নিচতলা ফ্লাটের ভাড়াটিয়া হোশিয়ারী ব্যবসায়ী খোরশেদ আলমের দুই ছেলে মাশনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। সে সাথে গুরুত্বর জখম অবস্থায় অন্তঃসত্বা গৃহবধূ লাবনী বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো ৫ জন। তারা হলেন,নিহত নারীর মেয়ে নাবিলা (৮), তামান্না (১২) শহীদ (৪৫), লেকমত শেখ (৫৫) রুবেল (২৮)। এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, র্দূঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।