বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে বন্দর লাইফ কেয়ার ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে, গত ১৪ই নভেম্বর রোজ সোমবার,বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা প্রদান।দিবস উপলক্ষ্যে চিকিৎসা প্রদান করেন, বারডেম নারায়ণগঞ্জ শাখায় চাকরিরত, ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ ফারুক হোসেন।এবারের ডায়াবেটিক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো”এখনই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন, অন্ধত্ব এড়ান”।তিনি জানান এই রোগ প্রতিরোধ করতে গনসচেতনতা দরকার।আমাদের জীবন যাপন এবং খাদ্যাভাস এর কারনেই এই রোগ হয়ে থাকে। এখনই যদি আমরা এর পরিবর্তন করতে না পারি, বাংলাদেশে এই রোগ মহামারী আকার ধারণ করবে।চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে আলাপ করে জানা যায়, ডাক্তার মোঃ ফারুক হোসেন অত্যন্ত সুন্দর ভাষায়, ডায়াবেটিস সম্পর্কে ধারণা দান করেন, তাই দূরদূরান্ত থেকে রোগীরা ছুটে আসেন চিকিৎসার জন্য। তিনি আরও জানান, ডাক্তার সাহেব অতি অল্প ভিজিটে এই সেবাদান করেন,যার ফলে গরীব রোগীরা খুব সহজেই চিকিৎসা করাতে পারছেন।জানা যায় ডাঃ মোঃ ফারুক হোসেন,প্রতি বছর ডায়াবেটিস এর উপর সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। ডাঃ মোঃ ফারুক হোসেন, আট বছর যাবত ডায়াবেটিক সেবা দিয়ে যাচ্ছেন।তিনি বন্দর এক নং খেয়াঘাট সংলগ্ন,আমিন আবাসিক এলাকায় লাইফ কেয়ার ডায়াবেটিক সেন্টারে নিয়মিত রুগী দেখছেন। এছাড়া বন্দর ঝাউতলা,কলাবাগ নতুন করে রুগী দেখছেন।পাশাপাশি বন্দর উপজেলা ডায়াবেটিক সমিতিতে ও রুগী দেখছেন।তিনি বলেন আমি বন্দরের ছেলে,যতদিন বেঁচে থাকব বন্দরের মানুষের সেবা করে যাব।