বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ গত সোমবার রাতে বন্দরে লম্বাদরদী ও যুগীপাড়া এলাকা থেকে যৌতুক এবং মাদক মামলায় ওয়ারেন্টভ’ক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের লম্বাদরদী এলাকার মৃত আঃ মান্নান মিয়ার ছেলে যৌতুক মামলার আসামী বিল্লাল হোসেন (৩৫) ও লঙ্গলবন্দ যুগীপাড়া এলাকার মৃত আফছার মিয়ার ছেলে মাদক মামলার আসামী রফিক (৩০)। গতকাল মঙ্গলবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।