বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে আব্দুর রশিদ (৪৫) কল্যান্দী এলাকার মৃত সওদাগর মিয়ার ছেলে আবুল কালাম (৩০) একরামপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজন ওরফে রাজা (২৬) দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে নূর আলম (৩৫) ও একই এলাকার মানিক মিয়ার ছেলে বাদশা ওরফে ফয়সাল (২৪)। পুলিশ আটককৃত আসামীদের পৃথক ওয়ারেন্টে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে।