বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষনের চেষ্টার মামলার এজাহারভূক্ত আসামী লম্পট শাহআলম (১৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ আগষ্ট রাতে বন্দর রেললাইন এলাকা থেকে ওই লম্পটকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ২৩(৭)২০। ধৃত লম্পট শাহআলম বন্দর রেললাইন এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। থানা সুত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই হাসানসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর রেললাইন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ সম্প্রতি বন্দর রেললাইন এলাকায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টার মামলার এজাহারভূক্ত আসামী শাহাআলমকে গ্রেপ্তার করে। পরে ধৃতকে বুধবার সকালে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ, গত ১৭ জুলাই দুপুরে বন্দর রেললাইন এলাকার ইয়াছিন মিয়ার লম্পট ছেলে শাহআলম একই এলাকার বাকপ্রতিবন্ধী কিশোরীকে কথা বলার জন্য বাড়িতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূবর্ক ভাবে ধষৃনের চেষ্টা চালায়। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী কিশোরী মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করে।