বিজয় বার্তা ২৪ ডট কম
ডিবি পুলিশের অভিযানে ৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গেছে মহসিন ওরফে মুইচ্ছা (৩২) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী। গত ১২ জুলাই শনিবার রাতে বন্দর থানার কবরস্থান রোডে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১(৭)২০। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলো সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আব্দুল লতিফ বেপারী ছেলে চিহিৃত মাদক স¤্রাট ও অস্ত্র মামলার আসামী আবুল হোসেন ওরফে বুইট্টা আবুল ৯৪৫) মদদনগঞ্জ মান্তিনগর এরাকার ইযাজ উদ্দিন বেপারী ছেলে মাকসুদ (৪০)। পলাতক আসামী মহাসিন ওরফে মুইচ্ছা সোনাকান্দা এনাযেতনগর এলাকার নাসির মিয়ার ছেলে বলে জানা গেছে। ডিবি পুলিশ আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে গত সোমবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।