বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মাটি দস্যূদের কবল থেকে ফসলী জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাসনেরবাগ এলাকার সর্বস্তরের জমি মালিক ও কৃষকরা। রোববার দুপুরে সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা জানায়,দাসেরগাঁও এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে আমির হোসেন ও সাঙ্গ-পাঙ্গরা দীর্ঘ দিন ধরে শাসনেরবাগ এলাকার নিরীহ কৃষকদের ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে। এ ব্যাপারে জমি মালিকরা বিভিন্নজনের কাছে দৌড়ঝাপ করলেও কোন প্রতিকার পায়নি। অবশেষে উপায়ন্তর না পেয়ে রোববার বেলা ১২টায় শাসনেরবাগ এলাকার সর্বস্তরের জমি মালিকরা বেবীষ্ট্যান্ডে গিয়ে জড়ো হন। এ সময় তারা মাটিদস্যূদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন,মাটিদস্যূদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও। কৃষকদের জমি নিয়ে দস্যূতা চলবেনা চলবেনা। পরিশেষে তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভে ফেটে।