বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুবাই প্রবাসীর পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে আওয়ামীলীগ নেতা রাহাতের লোক জন। গত রবিবার বিকেলে বন্দর একরামপুর ইসপাহানি বাজার এলাকায় এঘটনা ঘটে। এবেপারে প্রবাসীর স্ত্রী শিল্পী বেগম বন্দর থানায় দুইটি লিখিত আভিযোগ দায়ের করেছে। এপেবারে প্রবাসীর স্ত্রী শিল্পী আমাদের বলেন, আওয়ামীলীগের নাম ভাংগিয়ে রাহাত আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায়। আমার ক্রয়কৃত জমি দখল করার জন্য বিভিন্ন পায়তারা করে আসছে। এবং আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। গত রবিবার বিকেলে আমার ছেলে বাসা থেকে ইসপাহানি বাজারে গেলে বিনা কারনে আমার ছেলেকে মার ধর করতে থাকে সংবাদ পেয়ে আমি এবং আমার ভাই ছুটে গেলে আমাদেরও পিটেয়ে আহত করে। আমাদের পিটানের সংবাদ আমার আত্মীয় স্বজনরা শুনে ছুটে আসলে তারা পালিয়ে যায়।