বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবাসীর স্ত্রী’র শ্লীলতাহানির অভিযোগে ২ ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার রাতে আদালতের নির্দেশে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি এন্ট্রি হয়। যার নং ৪৪(৮)১৬ইং। মামলার বাদীনী স্থানীয় বারপাড়া এলাকার প্রবাসী জামাল মিয়ার স্ত্রী(৩০)। বাদীনী তার মামলায় উল্লেখ করেন,বারপাড়া এলাকার মৃত সেলিম খানের ছেলে হাসান ও ফাহাদ দীর্ঘ দিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় ১০ আগষ্ট দিবাগত রাত ১০টায় তাকে খালি ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসার আগেই লম্পট সহোদরদ্বয় গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গৃহবধূকে জখমাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

