বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে পরকিয়ার প্রেমের জেরে সুমি আক্তার (১৯) নামে দুবাই প্রবাসী’র এক স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৪ জুন (রোববার) সকাল ১০ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কলাবাগ এলাকায় আত্মহত্যার এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে আত্মহননকারী নববধূর পিতা আলেক চাঁন মিয়া বাদী হয়ে ওই দিন বিকেলে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
এ ব্যাপারে গৃহববধূর চাচা বিল্লাল হোসেন গনমাধ্যম কর্মীদের জানান, গত ১১ মাস পূর্বে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার আলেক চাঁন মিয়ার মেয়ে সুমি আক্তারকে নগদ ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার দিয়ে একই উপজেলার সাবদী কলাবাগ এলাকার মৃত আলী আক্কাস মিয়ার ছেলে আল- আমিনের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর স্বামী আল আমিন জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমায়। স্বামী বিশে যাওয়ার পর থেকে গৃবধূ সুমি আক্তার স্বামী বাড়িতে বসবাস করার কারনে শাশুড়ী সুফিয়া বেগম ও ননাশ আকলিমা বেগম বিভিন্ন সময়ে আমার ভাতিজীকে মানসিক ভাবে টর্চার করে আসছে। এর ধারাবাহিকতায় ১৪ জুন (রোববার) সকালে মনের ক্ষোভে নিজ ঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ও পুলিশ পরিদর্শক সৈয়ত মিজানুর ইসলামের সাথে আলাপ কালে তিনি জানান, আমরা প্রাথমিক ভাবে ধারন করছি পারিবারিক কলোহের কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে । আমরা লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছি। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তারপরও আত্মহত্যার বিষয়টি নিবিড় ভাবে খতিয়ে দেখছি।