বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩জনকে পিটিয়ে জখম,বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে সন্ত্রাসী মুরগী হৃদয়-আল আমিন ও ভাড়াটে গুন্ডারা। মঙ্গলবার দুপুরে থানার পুরান বন্দর কাজী বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ঘটনার সত্যতা পেয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিকাপ গাড়ী আটক করেছে। আহতদের পারিবারিক সূত্র জানায়,পুরান বন্দর কাজী বাড়ী এলাকার কথিত মুরগীর খামার ব্যবসায়ী আনোয়ার হোসেনের বখাটে পুত্র হৃদয় ও আল আমিন বন্ধু করিমসহ অন্যান্যরা দীর্ঘ দিন ধরে কাজীবাড়ী এলাকার মৃত হাসানুজ্জামানের সদ্য মিশর ফেরত পুত্র জুয়েল বাড়ির ছাদে ও আশ পাশে ইয়াবা সেবন করে আসছিল। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে উল্লেখিতরা মাদক সেবন করলে বাড়ির মালিক জুয়েল ও তার স্ত্রী লাইলী বেগম তাদের কে মাদক সেবনে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে হৃদয়-আল আমিন গং চলে যায়। ওই বিরোধের জের ধরে হৃদয় ও আল আমিন মঙ্গলবার বেলা ১টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকার সন্ত্রাসী করিমসহ ২০/২৫জনের একটি সন্ত্রাসী দল নীল রংয়ের একটি পিকাপযোগে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে জুয়েলের বাড়িতে হানা দেয়। এ সময় জুয়েল(৩০) তার স্ত্রী লাইলী বেগম(২৪) ও শ্যালিকা লূৎফা আক্তার(২০)কে পিটিয়ে তাদের ঘরে থাকা এলইডি টেরিভিশন,সোকেছ ও আলমিরা ভেঙ্গে ৮০০আমেরিকান ডলার লুটে নেয়। এবং যাওয়ার সময় সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে লাইলী বেগমের গলায় থ্কাা ১ভরি ওজনের স্বর্ণের চেইন,জুয়েলের গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও হাতে থাকা ৮ আনা ওজনের একটি ব্রেসলেইট ছিনিয়ে নেয়। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা তাদের ব্যবহৃত (ঢাকা মেট্রো-ন ১৫-১৫২৫ নম্বরের)একটি পিকাপ ভ্যান রেখে পালিয়ে যায়।