বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫’শ ৮৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৫টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬১(১০)১৭, ৬২(১০)১৭, ৬৩(১০)১৭, ৬৫(৭)১৭ ও ৬৬(১০)১৭। থানা সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদকসহ তার সঙ্গীয় র্ফোস বুধবার সন্ধ্যায় ৭টায় সারেংশাবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক ব্যবসায়ীর বসত ঘর তল্লাশী করে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মোতালেব মিয়ার ছেলে মাদক স¤্রাট আনিছ (৩২)কে গ্রেপ্তার করে। অপর দিকে একই রাতে বন্দর থানার এএসআই শামীমসহ তার সঙ্গীয় র্ফোস চৌরাপাড়াস্থ কবি নজরুল ইসলাম রোডের পাশে লিটন হাজীর গোডাউনের পিছনে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আল- আমিন (২২)কে গ্রেপ্তার করে। একই রাতে থানার অপর এসআই এমদাদুল হক মদনগঞ্জ জুয়েলের গ্যারেজের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একরামপুর ইস্পাহানী এলাকার হাকিম মিয়ার ছেলে ইয়াবা বিক্রেতা মহসিন (২৬)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর ফাঁড়ীর এএসআই বিরাজ মিয়াসহ সঙ্গীয় র্ফোস বন্দর সিএসডি গেইটের পূর্ব পাশের রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার শফি আহম্মেদ মিয়ার ছেলে ইয়াবা বিক্রেতা রাজিব আহম্মেদ (৩০) একই এলাকার সগির আহম্মেদ মিয়ার ছেলে সজিব (৩১)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ তার সঙ্গীয় র্ফোস ওই রাতে বন্দর খানবাাড়ি মোড়স্থ মের্সাস নাফিউ ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একরামপুর ইস্পাহানী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে চিহিৃত মাদক স¤্রাট বাবু (২৮)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও পুলিশ চিড়াইপাড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী জুয়েল (২৪) ও নবীগঞ্জ এলাকার খোকন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২০)কে গ্রেপ্তার করে। ধৃত ৮ জনের মধ্যে ৬ জনকে পৃথক ৫টি মাদক মামলায় ও অপরধৃত ২ জনকে পৃথক ওয়ারেন্টে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।