বিজয় বার্তা ২৪ ডট কম
হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব উপলক্ষ্যে দরিদ্র পুণ্যার্থীদের মাঝে কাপড় বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী ইঞ্জিনিয়ার আলী আজহার তৌফিক। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরস্থ বাবুপাড়া বৃন্দাবন আখড়ায় প্রায় অর্ধশতাধিক অসহায় পরিবারের সদস্যদের মাঝে ওই কাপড় তুলে দেন। তৌফিক ছাড়াও কাপড় বিতরণ কার্যক্রমে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আমিরুল ইসলাম,গোপাল নন্দী,সানোয়ার হোসেন,আলী আকরাম তারেক,শেখ ফরিদ,মল্লিক চান,আশরাফ হোসেন,মোঃ আরিফ,মোঃ আব্বাস,প্রদীপ চন্দ্র দাস.বিপ্লব,সজিব,হৃদয়,সুমন,শান্ত প্রমুখ। কাপড় বিতরণকালে আলী আজহার তৌফিক হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন.ধর্ম নিয়ে বিভেদ করার কোন যৌক্তিকতা নেই। আমরা যে যার ধর্ম পালণ করিনা কেনো উৎসব সবাই মিলে পালণ করবো। আমরা উৎসব নিয়ে কোন বিরোধ করবোনা।