বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে কথিত পুলিশ সোর্স হুমায়ূনের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতা রিপন(২২)কে অবশেষে মারা গেছেন। প্রায় ১সপ্তাহ মুমূর্ষ অবস্থায় থাকার পর শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। নিহত রিপন মদনপুর ফুলহর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। এ ঘটনার পর পর পুলিশ সন্ত্রাসী হুমায়ুনকে গ্রেফতার করতে সক্ষম হয় এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানান,গত ৮ অক্টোবর রাত ৯ টায় ইস্পাহানী এলাকায় অবস্থিত রূপায়ন হাউজিং লিমিটেড এর ঠিকাদারী ব্যবসার কাজ শেষে রিপন বাড়ি ফেরার পথে ইস্পাহানী বাজার মসজিদের সামনে পৌছালেই পূর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা সোনাচরা এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে সন্ত্রাসী হুমায়ুনসহ ৩-৪ সন্ত্রাসী ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে রাস্তা ফেলে দেয়। পরে এলাকাবাসী তাকে রক্তক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করে। ছুরিকাঘাতে আহত হয়ে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সম্ভাব্য রাস্তা ব্যারিকেড দিয়ে সন্ত্রাসী হুমাযুনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ব্যবসায়ী রিপন মৃত্যুর খবর পেয়ে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ ও বন্দর থানার ওসি আবুল কালাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা তার বাড়িতে ছুটে আসেন। বন্দর থানার অফিসার (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ছুরিকাঘাতের ঘটনার পরপর সন্ত্রাসী হুমায়ুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।