বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানার কনষ্টেবল মোঃ কফিলউদ্দিন (৫৫)আর নেই। বৃহস্পতিবার গ্রামের বাড়ি ময়মনসিংহ নেয়ার পথে সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাজীপুর এলাকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। থানা সূত্রে জানা যায়,কফিলউদ্দিন বুধবার বেলা দেড়টায় আসামী স্কোয়াডে ডিউটিরত অবস্থায় নৌকা যোগে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় হাই প্রেসার দেখা দিলে অজ্ঞান হয়ে নদীতে পড়ে যান। এ সময় আশ পাশের লোকজন তাকে ধরাধরি করে উদ্ধার করে নবীগঞ্জস্থ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার ভোরে স্বজনরা তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহ নেয়ার পথে গাজীপুরে গাড়িতেই মারা যায়। তার আকাস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।