বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ১শ’৩২পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দরের শীর্ষ মাদক স¤্রাট নূর মোহাম্মদ ওরফে নূরা কানার সেকেন্ড-ইন-কমান্ডসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে নূরা কানার সেকেন্ড-ইন-কমান্ড তথা থানার মদনগঞ্জ উত্তর লক্ষ্যারচর এলাকার মোঃ খালেদ মিয়ার ছেলে মোঃ হালিম(৩০) ও মাহমুদ নগর এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে মোঃ ডালিম(৩৬)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে দুটি মামলা পৃথক রুজু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ধৃতদেরকে নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এদিকে নূরা কানার সহযোগীকে ছাড়িয়ে নিতে বুধবার গভীর রাত পর্যন্ত ঘারমোড়া এলাকার বিশেষ পেশাধারী এক মাদকসেবী রুদ্ধদ্ধার বৈঠক করে। মোটা অংকের টাকায় রফাদফার চেষ্টা করেও ওসি’র বিচক্ষন্নতার কারণে বিশেষ পেশাধারী মাদকসেবী ও মাদক স¤্রাট নূরা কানার অপতৎপরতা ভেস্তে যায়।
