বিজয় বার্তা ২৪ ডট কম
নাশকতার আশংকায় বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী যুবদল নেতা কামরুল হাসান চুন্নু ও বন্দর উপজেলা চেয়ারম্যান মুকুলের শ্যালকসহ ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো দক্ষিন লক্ষনখোলা এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে ২০১৫ ইং সালের ৫ জানুয়ারী নবীগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশের উপর হামলা ও গাড়ী পোড়ানোর ঘটনায় বন্দর থানায় রুজুকৃত বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৯(১)১৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী কামরুল হাসান চুন্নু (৩৪), বন্দর বাবুপাড়া এলাকার হাজী ওয়াহিদ মিয়ার ছেলে যুবদল নেতা জুয়েল (৩০), দড়িসোনাকান্দা এলাকার মৃত আমির আলী মিয়ার ছেলে বিএনপি সদস্য বাচ্চু মিয়া (৪২), একই এলাকার মৃত আমির আলী মিয়ার ছেলে বিএনপি সদস্য নূরুল ইসলাম (৫১), বন্দর চিতাশাল কবরস্থান রোড এলাকার মজিবুর সরদারের ছেলে সেলিম (৫০), চৌরাপাড়া এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন (৫০) ও দক্ষিন লক্ষনখোলা এলাকার আব্দুল হক বেপারী ছেলে বিএনপি সদস্য ফারুক হোসেন (৪২)। ধৃত ৭ জনের মধ্যে বন্দর থানার দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী যুবদল নেতা কামরুল হাসানকে ওয়ারেন্ট মূলে ও বাকি ৬ বিএনপি নেতাকর্মীকে সদর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মাামলায় গ্রেপ্তার দেখিয়ে ধৃতদের আদালতে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।